Skip to main content

Current Cause

চট্টগ্রাম এবং কক্সবাজারে বন্যা কবলিতদের পাশে শক্তি ফাউন্ডেশন

কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা ব্যাপকভাবে বন্যা কবলিত হয়েছে।পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এই রকম সংকটময় পরিস্থিতিতে আর্ত মানবতার সেবায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে শক্তি ফাউন্ডেশন। গত ১২ আগস্ট, ২০২৩ তারিখ হতে সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম (বাজালিয়া, কেরানীহাট, দোহাজারী, চন্দনাইশ ও বরমা বরকল), কক্সবাজার (চকরিয়া, পেকুয়া ও রামু) এবং বান্দরবান (সদর ও লামা) এলাকায় শক্তি ফাউন্ডেশনের সুবিধাভোগীসহ দূর্গতদের মাঝে ৫,৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ত্রাণ সামগ্রী হিসেবে প্রদান করা হচ্ছে ওরস্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং প্রয়োজনীয় খাদ্য সমূহ (চাল, ডাল, আলু ও শুকনো খাবার)।

এই বিষয়ে যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন:
ইমেইল: info@shakti.org.bd
ফোনঃ ০৯৬১৩-৪৪৪১১১